ইনবাউন্ড মার্কেটিং তুলনামুলক নতুন শব্দ। উইকিপিডিয়ায় বলা হয়েছে ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে একধরনের পরিকল্পনা যার মাধ্যমে ক্রেতা খুজে বের করা যায়। বিষয়টিকে খুব নতুন মনে হচ্ছে না নিশ্চয়ই। খবরের কাগজ, টিভি, ইন্টারনেট ইত্যাদিতে বিজ্ঞাপন দেয়া হয় ক্রেতা খোজার জন্যই। তারপরও বর্তমানে ইনবাউন্ড মার্কেটিং নতুন মাত্রায় পৌছেছে এটাও স্বিকার করবেন।
একটা উদাহরন দেখুন। আপনি কখন কোন ওয়েব পেজে ভিজিট করেন, কোথায় ক্লিক করেন, কোন ধরনের সাইট ব্যবহার করেন এসব তথ্য জমা হয় আপনার কম্পিউটারে (কুকি)। গুগল সেটা দেখে আপনার পছন্দ সম্পর্কে ধারনা পায় তারপর তারসাথে মিল রেখে বিজ্ঞাপন পাঠায়। আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন আপনার ভিজিটের সময় যে এডসেন্স (এড চয়েজ) বিজ্ঞাপন দেখা যায় সেগুলি নিয়েই আপনি বেশি আগ্রহি।
বিষয়টি এখানেই থেমে নেই। গুগল-এপল স্মার্টফোন থেকেও তথ্য সংগ্রহ করে সমালোচিত হয়েছে। আপনার স্মার্টফোন থেকে আপনার অবস্থান জানা যায় (জিপিএস এর মাধ্যমে)। সেখান থেকে আপনার চলাচল, আগ্রহ ইত্যাদি তথ্য সংগ্রহ করে আপনাকে একসময় ক্রেতায় পরিনত করা হয়।
গুগল-এপল সমালোচিত হয়েছে কারন তারা একাজ করেছে আপনার অজান্তে। আপনি যদি অন্যের ব্যক্তিগত গোপনিয়তা রক্ষা করে নিজে ব্যবসা করতে চান তাতে সমস্যা নেই নিশ্চয়ই।
ইনবাউন্ড মার্কেটিং এর মুল বিষয় ৩টি। কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোস্যাল মিডিয়া মার্কেটিং।
কন্টেন্ট মার্কেটিং কে বলতে পারেন লিফলেটের মত কিছু। সাধারনভাবে একটি বিজ্ঞাপনের লিফলেট কারো হাতে দিলে তিনি ততটা গুরুত্বপুর্র মনে করেন না। কিন্তু যদি শুধু বিজ্ঞাপনের বদলে প্রয়োজনীয় তথ্য দেয়া হয় তাহলে তিনি সেটা রেখে দেন। এভাবেই আপনি নানাধরনের প্রয়োজনীয় বিষয় পৌছে দিতে পারেন অন্যের কাছে। সেইসাথে প্রচার। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে সেটা করা তুলনামুলক সহজ। ইন্টারনেটে বিনামুল্যের শিক্ষামুলক বই, টিউটোরিয়াল, ভিডিও, গেম ইত্যাদি করা হয় একারনেই। লক্ষ করলে দেখবেন ভিডিও গেমের মধ্যেই কোন কোম্পানীর বিজ্ঞাপন প্রচার করা হয়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে এই সাইটে বেশকিছু লেখা রয়েছে। নতুন করে এখানে উল্লেখ করা হচ্ছে না।
সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেও আপনি ব্যবসার প্রচার করতে পারেন। হয়থ লক্ষ্য করেছেন প্রায় প্রতিটি বড় ব্যবসা প্রতিস্ঠানের ফেসবুক-টুইটার পেজ রয়েছে। কারন একটিই, প্রচার বাড়ানো।
আপনি যে ব্যবসাই করুন, ইনবাউন্ড প্রচারে সাফল্য পেতে পারেন। যদি ইন্টারনেট ভিত্তিক কাজ করেন তাহলে যোগাযোগের সমস্ত কাজই হতে পারে এর মাধ্যমে।
ইন্টারনেট ভিত্তিক ইনবাউন্ড মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধে হচ্ছে, আপনি খুব সহজে অনেক বেশি মানুষের কাঝে তথ্য প্রচার করতে পারেন।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- এলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
No comments:
Post a Comment