Thursday, August 18, 2011

এফিলিয়েট মার্কেটিং এ ভাল করার কিছু পদ্ধতি

আপনি ব্লগ বা ওয়েবসাইট পরিচালনা করছেন, সেখানে কারো বিজ্ঞাপনের লিংক ব্যবহার করছেন। যখনই কেউ সেই লিংক ব্যবহার করছে আপনার নামে টাকা জমা হচ্ছে। এটাই এফিলিয়েট মার্কেটিং। আপনি অন্যের প্রচারের কাজে সহায়তা করে অর্থ উপার্জন করছেন।
সাধারন কিছু নিয়ম মেনে আপনি এই কাজে ভাল ফল পেতে পারেন। এই পদ্ধতিগুলির সাথে ব্লগিং, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা অন্য কোন বিষয়ের সম্পর্ক নেই। আপনার সাইটের ভেতরকার কিছু পরিবর্তন সম্পর্কিত। পদ্ধতিগুলি পরীক্ষিত সত্য কাজেই আপনিও কাজে লাগাতে পারেন।
.          ফন্ট সাইজ বড় রাখুন
আপনি এমন ভিজিটর আশা করছেন যাদের কাছে আপনার সাইটের বক্তব্য বেশি গুরুত্বপুর্ন না, বরং লিংকগুলি বেশি গুরুত্বপুর্ন। কাজেই তারা খুব আগ্রহ নিয়ে ছোট লেখা পড়বে এটা ধরে নেবেন না। ফন্ট সাইজ বড় রাখুন যেন সহজে পড়া যায়।
প্রতিটি লেখা যথেষ্ট বড় রাখুন যেন সহজে পড়া যায়।
.          বিনামুল্যে কিছু দিন
ওয়েবসাইটে স্কুইজ পেজ বলে একটি পেজ রাখা হয়। এখান থেকে ভিজিটরদের উপহার জাতিয় কিছু দেয়া হয়। আপনি বিনামুল্যে ডাউনলোডের জন্য কিছু রাখতে পারেন। লক্ষ করলে দেখবেন সেই পেজের ভিজিটর সবচেয়ে বেশি।
.          এবাভ দি ফোল্ড ব্যবহার করুন
এবাভ দি ফোল্ড বা ফোল্ডের ওপরে বলতে বুঝায় স্ক্রিনের নিচের দিকে না গিয়েই যা দেখা যায়। আপনার মুল বক্তব্য এমনভাবে রাখুন যেন ভিজিটরকে নিচের দিকে যেতে না হয়।
.          আকর্ষনীয়ভাবে লিখুন
আপনি যে বিষয়েই লিখুন না কেন, এমনভাবে লিখুন যেন ভিজিটর প্রতিটি শব্দ পড়তে আগ্রহি হন। কাজটি সহজ না একথা ঠিক। এজন্য বিভিন্ন জনপ্রিয় ব্লগের লেখা দেখে শিখতে পারেন। এক-কথায়, অল্প লিখুন, স্পষ্ট বক্তব্য লিখুন।
.          ভিজিটরের নাম বাদ দিন
কিছু ডাউনলোড করার সময় ভিজিটরের নাম লেখা বাধ্যতামুলক রাখবেন না। অনেকেই তাদের নাম সহজে ব্যবহার করতে চান না। এমনকি মন্তব্য লেখার যায়গায়ও। শুধুমাত্র ইমেইল দেয়ার ব্যবস্থা রাখুন। শুধুমাত্র নাম ব্যবহারের কারনেই ২০% ভিজিটর সেখানে আগ্রহি হন না।
.          আকর্ষনীয় বাটন তৈরী করুন
বাটনের জন্য আকর্ষনীয় শব্দ ব্যবহার করুন। ইনষ্ট্যান্ট এক্সেস, ইনষ্ট্যান্ট ডিজিটাল ডাউনলোড, ফ্রি এন্ট্রি এধরনের শব্দ মানুষ পছন্দ করে।
.          সবকিছুই সংক্ষিপ্ত রাখুন
অপ্রয়োজনীয় কিছু ওয়েবপেজে রাখবেন না। বিশেষ করে যেখানে ক্লিক করার যায়গা তার আশেপাশে অন্যকিছু দেখলে অনেক বিজিটরই ঘাবড়ে যান। ক্লিক করতে ইতস্তত করে। ভিজিটরকে নিশ্চয়তা দিন সেখানে ক্লিক করলে তার অজান্তে কিছু হবে না।
.          এফিলিয়েট লিংক গোপন করবেন না
এফিলিয়েট লিংককে এফিলিয়েট লিংক হিসেবে না দেখিয়ে অন্যভাবে দেখানোর কাজ করেন অনেকেই। বাস্তবতা হচ্ছে ভিজিটর যদি সেটা জানেন তাহলে ক্লিক করার সম্ভাবনা কম। বরং এফিলিয়েট লিংককে এফিলিয়েট লিংক হিসেবে উল্লেখ করুন। ভিজিটর জানবেন সেখানে ক্লিক করলে অন্তত তার ক্ষতি হচ্ছে না।
.          নিজের পরিচয় ব্যবহার করুন
এ বিষয়টিও বিতর্কিত। অনেকে বিভিন্ন কারনে নিজের পরিচয় প্রকাশ করেন না। সাধারনভাবে ভিজিটর ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হতে চান, অদৃশ্য ব্যক্তির সাথে লেনদেন পছন্দ করেন না। সম্ভব হলে নিজের পরিচিতি এবং ছবি ব্যবহার করুন।
.          নিজের অভিজ্ঞতা থেকে লিখুন
প্রত্যেকেই দুভাবে অভিজ্ঞতা লাভ করে, একটি নিজের প্রত্যক্ষ অপরটি অপর থেকে পরোক্ষ অভিজ্ঞতা। আপনি আপনার অভিজ্ঞতা থেকে অপরের পরোক্ষ অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করুন।
.          প্রশংসাপত্র ব্যবহার করুন
আপনার প্রতিস্ঠান সম্পর্কে কেউ যদি ভাল কিছু বলেন সেটা ওয়েবসাইটে রাখুন। এগুলি একধরনের প্রমান হিসেবে কাজ করে।
.          পাঠক আগে, ব্যবসা পরে
আপনি অর্থ উপার্জনের জন্য ব্লগ বা ওয়েবসাইট করেছেন। আপনার বক্তব্য কি সেটা আগে জানার সুযোগ দিন। ভিজিটর এগুলি থেকেই আকৃষ্ট হবেন। অর্থ উপার্জনের বিষয়টি পরের দিকে উল্লেখ করুন। ভিজিটর সাইট পছন্দ করলে একসময় নিজের আগ্রহেই ব্যবসার লিংকে যাবেন।


ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
  কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
  টাকা কিভাবে হাতে পাবেন
কিভাবে বেশি কাজ পাবেন
গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
ফাইল আপলোড করে উপার্জন
ডাটা এন্ট্রি করে উপার্জন
গুগল এডসেন্সর এর অজানা তথ্য
গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
পেইড টু ক্লিক, পিটিসি
রিভিউ লিখে আয়
এফিলিয়েট মার্কেটিং
এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
অন্যের সাইট থেকে উপার্জন
ই-বুক বিক্রি করে আয়
ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
ইমেইল মার্কেটিং
বই বিক্রি করুন গুগলের সাহায্যে
ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
ফেসবুক থেকে আয়
যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
পিটিসি এর অজানা তথ্য
ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
সময় বাচানোর সেরা উপায়
ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
আস্থা অর্জনের ৩ উপায়
কম সময়ে বেশি কাজ করা
ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
আয় করুন ই-বে থেকে
ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
সাফল্যের ৪ সুত্র
টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
টাকা আয় করুন আমাজন থেকে
আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
ইমেইল মার্কেটিং এ কুশলী হোন 
অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার 
ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন 
এলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
ইনবাউন্ড মার্কেটিং


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম

No comments:

Post a Comment