বর্তমান বিশ্বের ফ্রিল্যান্সারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গ্রাফিক ডিজাইনার, ওয়েবডিজাইনার, প্রোগ্রামার, লেখক, ফটোগ্রাফার সকলেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পছন্দ করছেন। তাদেরকে কাজের মুল্য হিসেব করে সেটা বুঝে নিতে হয় নিজেকেই। অনেকের কাছেই সেটা বড় সমস্যা হয়ে দাড়ায়। কখনো কখনো ক্লায়েন্ট ধরার জন্য কম টাকায়, এমনকি বিনা টাকায় কাজ করে দেন অনেকে। এতে উপকার নাকি অপকার হয় এনিয়ে বিতর্ক করতে পারেন।
যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা আপনাকে সবচেয়ে ভাল তথ্য দিতে পারেন তাদের অভিজ্থা থেকে। আপনি শিখে নিতে পারেন ঠিক কিভাবে কাজের সঠিক মুল্যায়ন করা যায়।
. অন্যদের থেকে শিখুন
আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তিনি কাজটি অন্য কাউকে দিয়ে করালে তার মুল্যায়ন কিভাবে হত যাচাই করুন। কাজটি কঠিন, কিন্তু বাস্তবে এরচেয়ে কার্যকর পদ্ধতি নেই। তারচেয়ে আপনাকে কম দেয়া হচ্ছে কিনা, আদৌ ফাকি দেয়ার সম্ভাবনা আছে কিনা জেনে নিন। কাজ পেতে হবে এই নিয়মে কম টাকায় কিংবা টাকা ছাড়াই কাজ করে দেয়ার অর্থ বিষয়টিকে স্বিকৃতি দেয়া। সেক্ষেত্রে পরবর্তীতেও সেটাই ঘটতে থাকবে।
আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তিনি কাজটি অন্য কাউকে দিয়ে করালে তার মুল্যায়ন কিভাবে হত যাচাই করুন। কাজটি কঠিন, কিন্তু বাস্তবে এরচেয়ে কার্যকর পদ্ধতি নেই। তারচেয়ে আপনাকে কম দেয়া হচ্ছে কিনা, আদৌ ফাকি দেয়ার সম্ভাবনা আছে কিনা জেনে নিন। কাজ পেতে হবে এই নিয়মে কম টাকায় কিংবা টাকা ছাড়াই কাজ করে দেয়ার অর্থ বিষয়টিকে স্বিকৃতি দেয়া। সেক্ষেত্রে পরবর্তীতেও সেটাই ঘটতে থাকবে।
. সময় হিসেবে টাকা নিন
আপনার কাজ কি সেটা হিসেব না করে কাজটি করতে কত সময় প্রয়োজন হবে সেটা হিসেব করে টাকা নিন। একটি থ্রিডি মডেল কয়েক মিনিটে তৈরী করা সম্ভব, আবার তার নির্দিষ্ট চাহিদা থাকলে কয়েক দিন সময় লাগতে পারে। আপনি একটি মডেল এই হিসেবে অর্থ নিতে পারেন না।
আপনার কাজ কি সেটা হিসেব না করে কাজটি করতে কত সময় প্রয়োজন হবে সেটা হিসেব করে টাকা নিন। একটি থ্রিডি মডেল কয়েক মিনিটে তৈরী করা সম্ভব, আবার তার নির্দিষ্ট চাহিদা থাকলে কয়েক দিন সময় লাগতে পারে। আপনি একটি মডেল এই হিসেবে অর্থ নিতে পারেন না।
. অর্থ গ্রহনের জন্য সময় এগিয়ে নিন
আপনি কি কখনো শুনেছেন, এখন একটু সমস্যা আছে - দুদিন পর পাবেন। নিশ্চিতভাবে বলতে পারি এই সাধারন কথা আপনি বহুবার শুনেছেন। যে দুদিনের কথা বলে তার দুদিন কখনো শেষ হয় না। কাজেই আপনি দুদিন আগেই দিন ঠিক করুন যেন নিশ্চিত হতে পারেন সেটা সময়মত আপনার হাতে আসবে। তারপর সরাসরি না বলুন।
আপনি কি কখনো শুনেছেন, এখন একটু সমস্যা আছে - দুদিন পর পাবেন। নিশ্চিতভাবে বলতে পারি এই সাধারন কথা আপনি বহুবার শুনেছেন। যে দুদিনের কথা বলে তার দুদিন কখনো শেষ হয় না। কাজেই আপনি দুদিন আগেই দিন ঠিক করুন যেন নিশ্চিত হতে পারেন সেটা সময়মত আপনার হাতে আসবে। তারপর সরাসরি না বলুন।
. কাজ বাতিলের জন্য খরচ রাখুন
আপনাকে কোন কাজের দায়িত্ব দেয়া হল, তারপর কোন একসময় বলা হল কাজটি প্রয়োজন নেই। তখন কি করবেন ? আপনার পরিশ্রমের অর্থ পাবেন না। এধরনের সম্ভাবনা এড়াতে কিছু অগ্রিম ফি নিন এবং ক্লায়েন্টকে জানিয়ে দিন যদি তার কারনে কাজটি না হয় তাহলে সেই টাকা আপনার।
আপনাকে কোন কাজের দায়িত্ব দেয়া হল, তারপর কোন একসময় বলা হল কাজটি প্রয়োজন নেই। তখন কি করবেন ? আপনার পরিশ্রমের অর্থ পাবেন না। এধরনের সম্ভাবনা এড়াতে কিছু অগ্রিম ফি নিন এবং ক্লায়েন্টকে জানিয়ে দিন যদি তার কারনে কাজটি না হয় তাহলে সেই টাকা আপনার।
. বেশি পরিমান টাকার জন্য কাগজপত্র রাখুন
নির্দিষ্ট পরিমানের কম আয় করলে কর দিতে হয় না। বেশি আয় করলে দিতে হয়। যদি আপনি কর দেয়ার মত আয় করেন তাহলে আয়ের উতস হিসেবে উল্লেখ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিন। কাগজপত্র ছাড়া আপনাকে যদি অপ্রদর্শিত আয়ের অভিযোগে অভিযুক্ত করা হয় আপনার কিছু করার থাকবে না।
নির্দিষ্ট পরিমানের কম আয় করলে কর দিতে হয় না। বেশি আয় করলে দিতে হয়। যদি আপনি কর দেয়ার মত আয় করেন তাহলে আয়ের উতস হিসেবে উল্লেখ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিন। কাগজপত্র ছাড়া আপনাকে যদি অপ্রদর্শিত আয়ের অভিযোগে অভিযুক্ত করা হয় আপনার কিছু করার থাকবে না।
আপনার পেশা যাই হোক না কেন, আপনি যে কাজ করবেন তার মুল্য পাওয়া আপনার অধিকার। শুরুতেই জানিয়ে দিন আপনার পাওনা কত, পরে ঠিক সেটাই বুঝে নিন। পেশার সাথে সম্পর্ক পেশাদারিত্বে।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
No comments:
Post a Comment