Friday, December 30, 2011

দুর্ঘটনা ঘটতে পারে ফ্রিল্যান্সারের

দুর্ঘটনা আগে জানিয়ে আসে না। আপনি যখন পুরোপুরি ফ্রিল্যান্সিং এর ওপর নির্ভর করছেন কিংবা সেটা করতে যাচ্ছেন তখন আপনার জেনে রাখা ভাল সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতি তৈরী হতে পারে যেখানে ফ্রিল্যান্সিংকে মনে হতে পারে ভুল সিদ্ধান্ত।
ফ্রিল্যান্সারের কোন ধরনের সমস্যা হতে পারে, কিভাবে তা থেকে আগেই সাবধান থাকতে পারেন সেই বিষয় নিয়ে এই পোষ্ট।


প্রধান যে সমস্যাগুলি হতে পারে
.          পারিবারিক জরুরী প্রয়োজন
পরিবারের কারো সমস্যার কথা কেউ আশা করে না কিন্তু সেটা ঘটে। ফ্রিল্যান্সিং এর সমস্যা হচ্ছে এধরনের পরিস্থিতিতে আপনাকে কেউ ছুটি দিচ্ছে না বা সাহায্য করছে না। এজন্য অন্তত একজন দক্ষ ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ রাখুন যিনি প্রয়োজনে আপনার হয়ে কাজ শেষ করতে পারেন। সেইসাথে ক্লায়েন্টকে সমস্যার কথা জানিয়ে দেয়া ভাল।
.          শারীরিক অসুস্থতা
অসুস্থ হওয়া খুশির খবর না কিন্তু সেটা ঘটে। অসুস্থ হলে একদিকে যেমন কাজে ব্যাঘাত ঘটে অন্যদিকে টাকা খরচ করতে হয়। এই সমস্যা আপনি এড়াতে পারেন না, বরং এজন্য কিছু টাকা জমিয়ে রাখতে পারেন।
.          কাজ কমে যাওয়া
অনেক কারনেই চাহিদা অনুযায়ী কাজ না পেতে পারেন। অন্যান্য সব কাজের মত এখানেও ভাল সময় মন্দ সময় আসে।  এজন্য সাধারন নিয়ম হচ্ছে ভাল সময়ে কিছু সঞ্চয় করা যেন খারাপ সময় সেটা দিয়ে পুরন করা যায়।
.          অখুশি ক্লায়েন্ট
বলা হয় মানুষের মন সবচেয়ে জটিল। যুক্তিসংগত কোন কারন ছাড়াই ক্লায়েন্ট আপনার ওপর অখুশি হতে পারে। অন্যকথায় আপনি হাতের কাজ হারাতে পারেন। এধরনের সমস্যা সমাধানের জন্য নানাধরনের পদ্ধতি উল্লেখ করা হয়েছে বিভিন্ন পোষ্টে। এককথায়, কেউ অখুশি হলে আপনি তার ওপর বিরক্ত না হয়ে বরং তাকে খুশি রাখার চেষ্টা করুন। ফ্রিল্যান্সার কখনোই ক্লায়েন্টের খারাপ ব্যবহারের উত্তরে খারাপ ব্যবহার করেন না।
.          লেনদেনের সমস্যা
লেনদেনের সমস্যা বিভিন্ন ধরনের। বাংলাদেশে অনেকের ক্ষেত্রেই এমন উদাহরন রয়েছে যেখানে কাজ করার পর টাকা পাননি শুধুমাত্র লেনদেনের সহজ ব্যবস্থা নেই এই কারনে। অন্য ধরনের জটিলতাও সৃষ্টি হতে পারে যে কোন সময়। চেক হারিয়ে যেতে পারে, ব্যাংকে জটিলতা সৃষ্টি হতে পারে, ক্লায়েন্ট ফাকি দিতে পারেন। এক্ষেত্রেও আপনার সমাধান হাতে কিছু অর্থ রাখা।
.          কাজে বিরক্তি
একই কাজে দীর্ঘদিন থাকলে একসময় তাতে বিরক্তি আসতে পারে। ফ্রিল্যান্সিং এর ব্যতিক্রম না। একই কাজ একই ভাবে দিনের পর দিন করে একসময় বিরক্তি আসতে পারে। ফ্রিল্যান্সিং এর সুবিধে হচ্ছে আপনাকে একই কাজ করে যেতে হবে এমন কথা নেই। ইচ্ছে করলেই কাজে কিছু পরিবর্তন আনতে পারেন।
.          ভুল করে ফেলা
ভুল সবাই করে। ফ্রিল্যান্সার ভুল করে এমন কিছু করে ফেলতে পারেন যা কাজে বাধা সৃষ্টি করতে পারে। কোন কাজ সময়মত শেষ করা সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসেবে আপনার মুল দায়িত্ব আরো চেষ্টা করে ফ্রিল্যান্সার হিসেবে আপনার সুনাম ধরে রাখা। এক কাজের সমস্যা অন্য কাজে না যেতে দেয়া।
.          মতপার্থক্য তৈরী হওয়া
ক্লায়েন্ট কিংবা সহকর্মী সাথে মতপার্থক্য তৈরী হওয়া কাজের জন্য একটি বড় বাধা হয়ে দাড়াতে পারে। ক্লায়েন্ট বা সহকর্মীকে বাদ দিয়ে সমস্যার সমাধান করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে বাদ দেয়ার কাজটি সহজ ফল হিসেবে সমস্যার সমাধান হবে এমন নিষ্চয়তা নেই। বরং যত ধরনের চেষ্টা করা সম্ভব সব ধরনের চেষ্টা করে দেখুন।
.          যন্ত্রপাতির সমস্যা
প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন আসে খুব দ্রুত। ফ্রিল্যান্সিং কাজে আপনি যাকিছু ব্যবহার করেন সেগুলি বদল করা প্রয়োজন হতে পারে এবং সেজন্য ব্যয় আপনার সামর্থের বাইরে হতে পারে। হঠাত করে কোন যন্ত্র বিকল হতে পারে। এজন্যও সমাধান, বিকল্প ব্যবস্থা রাখা।
.          ক্লায়েন্ট ফাকি দেয়ার ঘটনা ঘটা
আপনি কোন ক্লায়েন্টর কাজ করছেন ঠিকভাবেই, হঠাত করে তিনি উধাও হয়ে গেলেন। এটা প্রায়শই ঘটে। অনেক ফ্রিল্যান্সিং সাইটে অগ্রিম টাকা জমা রাখার ব্যবস্থা থাকার পরও এটা সাধারন ঘটনা। সমাধানের জন্য কোন ক্লায়েন্টকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে জানার চেষ্টা করুন। এধরনের বেশকিছু পদক্ষেপ নিয়ে লেখা রয়েছে বাংলা-টিউটর সাইটে। সেগুলি মনে রাখুন, সেইসাথে আরেকটি নিয়ম মানতে চেষ্টা করুন, বেশি সময়ের কাজে কখনোই বেশি পরিমান টাকা জমা হতে দেবেন না। নিয়মিত কাজের সাথে নিয়মিত টাকা নেয়ার বিষয়টিও নিশ্চিত করুন।
এর বাইরেও ফ্রিল্যান্সার হিসেবে আপনার ভিন্ন অভিজ্ঞতা থাকতে পারে। আপনার াভিজ্ঞতার কথা জানাতে পারেন অন্যদের মন্তব্য লিখে।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment