Monday, September 26, 2011

ফ্রিল্যান্স রাইটারদের ৩ সমস্যা

ফ্রিল্যান্সিং কাজের মধ্যে লেখালেখি সকলের শীর্ষে। কারো ব্লগের জন্য লেখাই হোক বা অন্য লেখাই হোক, অন্য কাজের তুলনায় এর প্রচলন বেশি, কাজের সুযোগ বেশি। যারা অন্য মাধ্যমে লেখালেখির কাজ করেন তারা ফ্রিল্যান্সার হিসেবে লেখার অফার পান এবং সাধারনত তাতে সাড়া দেন। অনেক সময় এরফলে যা আয় হয় সেটা অন্য আয়কেও ছাড়িয়ে যায়।
ফ্রিল্যান্স রাইটিং একেবারে সমস্যামুক্ত সেটা মনে করার কারন নেই। বিশেষ করে অন্য কাজের সাথে জড়িত থাকলে একসময় লেখককে লাভ-ক্ষতির হিসেব করতে হয়। ঝুকিগুলি কি সেগুলি শনাক্ত করতে হয়। সাধারনভাবে ফ্রিল্যান্স লেখককে প্রধান যে ৩ ঝুকির সামনে পড়তে হয় সেটা নিয়ে এই পোষ্ট।
.          সময় ঠিক রাখা কষ্টকর
ফ্রিল্যান্স লেখককে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লেখা শেষ করতে হয়। বিষয়টা এমন না যে কাগজ-কলম নিয়ে বসবেন কিংবা কম্পিউটারের সামনে বসবেন আর লিখতে শুরু করবেন। লেখার সাথে পড়া এবং তথ্য সংগ্রহের সম্পর্ক। যদি অন্য পেশার সাথে জড়িত থাকেন তাহলে এটা সমস্যা হতে পারে।
লেখার ধরন একেজনের একেক রকম। একেকজন একেক সময়ে লিখতে স্বাচ্ছন্দবোধ করেন, একেক ধরনের পরিবেশ পছন্দ করেন। কেউ নির্দিষ্ট সময় হিসেব করে লেখেন কেউ বিশেষ সময়ে লেখেন। যেভাবেই হোক না কেন সবসময় মাথার মধ্যে লেখার বিষয়টি রাখতে হয়, সেটা নিয়ে ভাবতে হয়। অনেকে বলেন ফ্রিল্যান্স লেখকরা সবচেয়ে অগোছালো হন। সকলের ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে সত্য তো বটেই।
.          মানসিক শ্রম বেশি
ফ্রিল্যান্স লেখক মানসিক শ্রম ব্যবহার করেন। নিয়মিত লেখক যখন একই বিষয় নিয়ে সবসময় কাজ করেন তারথেকে ফ্রিল্যান্স লেখককে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বেশি চিন্তা করতে হয়, অথচ পরিচিতি বা সাফল্য কম। একদিকে মানসিকভাবে অবসাদের শিকার হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে অনেক সময়ই লেখক হিসেবে পরিচিতিও লেখার সাথে থাকে না।
.          নকল লেখকের সমস্যা
অধিকাংশ ফ্রিল্যান্স লেখক একধরনের নকল লেখক। সবাই হয়ত সরাসরি কপি-পেষ্ট ব্যবহার করেন না, অন্যের লেখা পড়েন এবং সেটার অনুকরনে নিজের লেখা তৈরী করেন। আপনি যখন মৌলিক কিছু লিখবেন আপনি তার কৃতিত্ব নিজে আশা করবেন এটাই স্বাভাবিক, অথচ আপনার লেখার ওপর ভিত্তি করে আরেকজন আপনার থেকে বেশি সাফল্য পেতে পারে।
প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনি কি করবেন ?
এগুলি এক ধরনের বাস্তব অভিযোগ এতে সন্দেহ নেই। আপনাকে অনুতসাহি করতেই পারে। অন্যদিকে আগে যেমন উল্লেখ করা হয়েছে, ফ্রিল্যান্স রাইটিং একটি বিশাল কাজের ক্ষেত্র। সমাজের বহুকিছু আপনার পছন্দ না হলেও তাকে মেনে নিয়েই চলতে হয়। ফ্রিল্যান্স রাইটারদের ক্ষেত্রে সেকথাই বলতে হয়, এগুলি মেনে নিয়েই সামনের দিকে যাওয়ার চেষ্টা করা।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment