Monday, September 19, 2011

এফিলিয়েট মার্কেটিং : শেয়ার এ সেল

আপনি ইন্টারনেটে বিক্রির জন্য প্রচারে সাহায্য করবেন আর বিক্রি হলে সেখান থেকে ভাগ পাবেন, এটাই শেয়ার এ সেল এর মুলকথা। সাধারনভাবে এধরনের কাজে বেশকিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন হয়। যেমন ব্যবহার কতটা সহজ, তারা কতটা বিস্বস্ত, প্রয়োজনে কতটা তথ্য দিয়ে সাহায্য করে, কমিশনের পরিমান কত এবং সবশেষে টাকা পাওয়া পদ্ধতি কি। সবকিছু মানানসই হলে তবেই আপনি সত্যিকারের সুবিধে পেতে পারেন। এদিক থেকে শেয়ার এ সেল অত্যন্ত নির্ভরযোগ্য।
এর ব্যবহার খুবই সহজ। যদি আগে এফিলিয়েট মার্কেটি এর অভিজ্ঞতা না থাকে তাহলে তাদের সাইটে ঘন্টাখানেক সময় ব্যয় করুন, সেটাই যথেষ্ট। সময় প্রয়োজন হবে মুলত আপনি তাদের হাজার পন্যের মধ্যে থেকে কোনগুলি বিক্রি করবেন সেটা বাছাই করতে। পন্য নির্বাচনের ওপর বিক্রি এবং আয়ের বিষয় জরিত কাজেই কিছুটা দক্ষতা প্রয়োজন হয়। আপনি ইপিসি অথবা পিপিসি ব্যবহার করবেন সেটা জেনে নেয়াই যথেষ্ট।
শেয়ার এ সেল কাজ করছে ২০০০ সাল থেকে। কাজেই তাদেরকে অবিশ্বাস করার কোন কারন নেই।
তাদের সাইটে FAQ অংশে পাবেন নানাধরনের প্রশ্নের উত্তর। এর বাইরে বিশেষ কোন প্রশ্ন থাকলে সরাসরি ইমেইল করতে পারেন কিংবা প্রয়োজনে ফোন করতে পারেন আপনাকে দেয়া নাম্বারে (সদস্য হওয়ার পর)।
হাজার দুয়েক ব্যবসাপ্রতিস্ঠঅনের আড়াই হাজার পন্য আপনি বিক্রি করার সুযোগ পাবেন তাদের মাধ্যমে। কাজেই পন্যভেদে কমিশন কমবেশি হতে পারে। দীর্ঘদিন ধরে কাজ করা এবং ব্যাপক পরিচিতির কারনে তারা মুল কোম্পানীর সাথে দর কশাকশি করে কমিশন বাড়াতে পারে। ফলে তাদের দেয়া কমিশন চোখধাধানো না হলেও মানানসই। সাধারনভাবে ২৫ থেকে ৩৫%, অন্যভাবে হিসেব করলে ৪ থেকে ৫০ ডলার।
তাদের পেমেন্ট ব্যবস্থা একেবারেই সহজ। আপনি কাগজে চেক, পেপল কিংবা সরাসরি ব্যাংক একাউন্টে জমা যেকোন পদ্ধতিতেই নিতে পারেন। ৫০ ডলার জমা হলেই আপনি টাকা উঠাতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং এর নিয়মসহ ইন্টারনেটে আয়ের অন্যান্য পদ্ধতি নিয়ে আরো লেখা রয়েছে এই সাইটে।


ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment