ফ্রিল্যান্সারের কাজ পাওয়ার একটি বড় সুত্র পুরনো ক্লায়েন্ট। যার কাজ আগে করেছেন তিনি আপনার সম্পর্কে জানেন, সহজে আপনার ওপর নির্ভর করতে পারেন। সেকারনে তারকাছে কাজ পাওয়া সহজ।
বাস্তবতা হচ্ছে কাজ না থাকলে ক্লায়েন্ট আপনার কথা ভুলে যান। হয়ত নতুন কাজের সময় সামনেই কাউকে দায়িত্ব দেন। অথবা অন্য কেউ যোগাযোগ করলে তাকে গুরুত্ব দেন। যিনি সামনে আছেন তিনি বেশি গুরুত্ব পাবেন এটাই স্বাভাবিক নিয়ম।
আপনি ইচ্ছে করলে আগের পরিচিতি ব্যবহার করে নতুনভাবে কাজ পেতে পারেন। এজন্য কিছু পদ্ধতি উল্লেখ করা হচ্ছে এখানে।
যদি আপনাকে ভুলে যান
. কোন প্রয়োজনীয় তথ্য দিন
যোগাযোগের জন্য এমন কিছু তথ্য তাকে দিন যা তার উপকারী। কোন ব্লগপোষ্ট লিংক সহ ইমেইল করুন, কোন আর্টিকেলের কপি পাঠান, এমন কোন বই দিন যা তার প্রয়োজনীয়।
যোগাযোগের জন্য এমন কিছু তথ্য তাকে দিন যা তার উপকারী। কোন ব্লগপোষ্ট লিংক সহ ইমেইল করুন, কোন আর্টিকেলের কপি পাঠান, এমন কোন বই দিন যা তার প্রয়োজনীয়।
. মেইল লিষ্টে তার নাম রাখুন
মেইল লিষ্টে তার নাম রাখুন। যেকোন উপলক্ষে যখন কাউকে তথ্য বা সুভেচ্ছা জানান সেটা তারকাছে যাওয়া নিশ্চিত করুন।
মেইল লিষ্টে তার নাম রাখুন। যেকোন উপলক্ষে যখন কাউকে তথ্য বা সুভেচ্ছা জানান সেটা তারকাছে যাওয়া নিশ্চিত করুন।
. একসাথে সময় কাটান
চা খাওয়ার জন্য দাওয়াত করুন এবং একসাথে কিছু সময় কাটান। তার কাজ কিংবা ব্যবসা সম্পর্কে খোজখবর নিন, প্রশ্ন করুন, আপনার কিছু করার থাকলে করবেন একথা বলে আস্বস্থ করুন।
চা খাওয়ার জন্য দাওয়াত করুন এবং একসাথে কিছু সময় কাটান। তার কাজ কিংবা ব্যবসা সম্পর্কে খোজখবর নিন, প্রশ্ন করুন, আপনার কিছু করার থাকলে করবেন একথা বলে আস্বস্থ করুন।
. সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করুন
ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করলে এসবের মাধ্যমে তারসাথে যোগাযোগ রাখুন।
ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করলে এসবের মাধ্যমে তারসাথে যোগাযোগ রাখুন।
যদি আপনাকে তার প্রয়োজন না থাকে তাহলে হয়ত তিনি আপনাকে তত গুরুত্ব দেবেন না। কিন্তু সেটা বর্তমানের কথা। আগামীতে প্রয়োজন হবে না এমন কথা নেই। সেজন্য;
. তার কোন কাজে সহায়তা করুন। একটি লোগো ডিজাইন করে দেয়া বা ছবি তুলে দেয়ার মত কাজ করে সম্পর্ক ঠিক রাখতে পারেন। যখনই কাজ প্রয়োজন হবে তিনি আপনার কথা ভাববেন।
ক্লায়েন্ট কম খরচের কাজ খোজ করছে এমন অবস্থা হতে পারে। তিনি হয়ত খরচ কমানোর জন্য তুলনামুলক নবীন কারো কাছে কাজ করাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যা করবেন;
. বিশেষ হ্রাসকৃত অফার দিন
তার সামর্থ্যের মধ্যে কাজ করে দিন। আপনি যত বেশি কাজ করবেন সেটা আপনার সঞ্চয়। কাজেই ভাল ক্লায়েন্টে কাজ কমমুল্যে করলে সেটাও অন্য কাজের সহায়ক।
তার সামর্থ্যের মধ্যে কাজ করে দিন। আপনি যত বেশি কাজ করবেন সেটা আপনার সঞ্চয়। কাজেই ভাল ক্লায়েন্টে কাজ কমমুল্যে করলে সেটাও অন্য কাজের সহায়ক।
. কাজের প্যাকেজ ঠিক করুন
একাধিক কাজ একসাথে করে বিশেষ মুল ঠিক করুন। পৃথক পৃথক ভাবে কাজ করালে যে খরচ হবে তারথেকে একসাখে একাধিক কাজ করলে কম খরচে করে দিন। এতে দুজনারই লাভ।
একাধিক কাজ একসাথে করে বিশেষ মুল ঠিক করুন। পৃথক পৃথক ভাবে কাজ করালে যে খরচ হবে তারথেকে একসাখে একাধিক কাজ করলে কম খরচে করে দিন। এতে দুজনারই লাভ।
. একসাথে কাজ করুন
তাকে কমিশনের ভিত্তিতে কাজ দিতে বলে কাজের পার্টনার করে নিন। তিনি যোগাযোগের কাজ করবেন আপনি কাজ করে দেবেন।
তাকে কমিশনের ভিত্তিতে কাজ দিতে বলে কাজের পার্টনার করে নিন। তিনি যোগাযোগের কাজ করবেন আপনি কাজ করে দেবেন।
. তার সুপারিশ কাজে লাগান
নতুন কাজ পাওয়ার বিষয়ে তার সহযোগিতা নিন। তিনি আপনার ওপর সন্তুষ্ট থাকলে সাহায্য করবেন। আপনি না বললেই নিজে থেকে সেটা করবে ধরে নেবেন না।
নতুন কাজ পাওয়ার বিষয়ে তার সহযোগিতা নিন। তিনি আপনার ওপর সন্তুষ্ট থাকলে সাহায্য করবেন। আপনি না বললেই নিজে থেকে সেটা করবে ধরে নেবেন না।
সবশেষে, যদি ক্লায়েন্ট আপনার ওপর অসন্তুষ্ট হয়ে আপনার কাছে কাজ করানো বাদ দেন তাহলে;
. ঠিক কি কারনে তিনি অপছন্দ করেছেন জানার চেষ্টা করুন।
ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজেই ব্যবসা প্রতিস্ঠান। নিশ্চয়ই লক্ষ করেছেন ব্যবসা প্রতিস্ঠানগুলি প্রতি মুহুর্তে আপনার চোখের সামনে বিজ্ঞাপন ঝুলিয়ে রাখে। আপনাকেও প্রতি মুহুর্তে কাজের কথা নিয়ে হাজির থাকতে হয় ক্লায়েন্টের কাছে।
চেষ্টা করে দেখুন। দ্রুতই ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকবে।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
- কিভাবে লেখক হবেন
- ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন
- ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা
No comments:
Post a Comment