Thursday, October 20, 2011

পুরনো ক্লায়েন্টের কাছে কাজ পাওয়ার পদ্ধতি

ফ্রিল্যান্সারের কাজ পাওয়ার একটি বড় সুত্র পুরনো ক্লায়েন্ট। যার কাজ আগে করেছেন তিনি আপনার সম্পর্কে জানেন, সহজে আপনার ওপর নির্ভর করতে পারেন। সেকারনে তারকাছে কাজ পাওয়া সহজ।
বাস্তবতা হচ্ছে কাজ না থাকলে ক্লায়েন্ট আপনার কথা ভুলে যান। হয়ত নতুন কাজের সময় সামনেই কাউকে দায়িত্ব দেন। অথবা অন্য কেউ যোগাযোগ করলে তাকে গুরুত্ব দেন। যিনি সামনে আছেন তিনি বেশি গুরুত্ব পাবেন এটাই স্বাভাবিক নিয়ম।
আপনি ইচ্ছে করলে আগের পরিচিতি ব্যবহার করে নতুনভাবে কাজ পেতে পারেন। এজন্য কিছু পদ্ধতি উল্লেখ করা হচ্ছে এখানে।


যদি আপনাকে ভুলে যান
.          কোন প্রয়োজনীয় তথ্য দিন
যোগাযোগের জন্য এমন কিছু তথ্য তাকে দিন যা তার উপকারী। কোন ব্লগপোষ্ট লিংক সহ ইমেইল করুন, কোন আর্টিকেলের কপি পাঠান, এমন কোন বই দিন যা তার প্রয়োজনীয়।
.          মেইল লিষ্টে তার নাম রাখুন
মেইল লিষ্টে তার নাম রাখুন। যেকোন উপলক্ষে যখন কাউকে তথ্য বা সুভেচ্ছা জানান সেটা তারকাছে যাওয়া নিশ্চিত করুন।
.          একসাথে সময় কাটান
চা খাওয়ার জন্য দাওয়াত করুন এবং একসাথে কিছু সময় কাটান। তার কাজ কিংবা ব্যবসা সম্পর্কে খোজখবর নিন, প্রশ্ন করুন, আপনার কিছু করার থাকলে করবেন একথা বলে আস্বস্থ করুন।
.          সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করুন
ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করলে এসবের মাধ্যমে তারসাথে যোগাযোগ রাখুন।

যদি আপনাকে তার প্রয়োজন না থাকে তাহলে হয়ত তিনি আপনাকে তত গুরুত্ব দেবেন না। কিন্তু সেটা বর্তমানের কথা। আগামীতে প্রয়োজন হবে না এমন কথা নেই। সেজন্য;
.          তার কোন কাজে সহায়তা করুন। একটি লোগো ডিজাইন করে দেয়া বা ছবি তুলে দেয়ার মত কাজ করে সম্পর্ক ঠিক রাখতে পারেন। যখনই কাজ প্রয়োজন হবে তিনি আপনার কথা ভাববেন।

ক্লায়েন্ট কম খরচের কাজ খোজ করছে এমন অবস্থা হতে পারে। তিনি হয়ত খরচ কমানোর জন্য তুলনামুলক নবীন কারো কাছে কাজ করাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যা করবেন;
.          বিশেষ হ্রাসকৃত অফার দিন
তার সামর্থ্যের মধ্যে কাজ করে দিন। আপনি যত বেশি কাজ করবেন সেটা আপনার সঞ্চয়। কাজেই ভাল ক্লায়েন্টে কাজ কমমুল্যে করলে সেটাও অন্য কাজের সহায়ক।
.          কাজের প্যাকেজ ঠিক করুন
একাধিক কাজ একসাথে করে বিশেষ মুল ঠিক করুন। পৃথক পৃথক ভাবে কাজ করালে যে খরচ হবে তারথেকে একসাখে একাধিক কাজ করলে কম খরচে করে দিন। এতে দুজনারই লাভ।
.          একসাথে কাজ করুন
তাকে কমিশনের ভিত্তিতে কাজ দিতে বলে কাজের পার্টনার করে নিন। তিনি যোগাযোগের কাজ করবেন আপনি কাজ করে দেবেন।
.          তার সুপারিশ কাজে লাগান
নতুন কাজ পাওয়ার বিষয়ে তার সহযোগিতা নিন। তিনি আপনার ওপর সন্তুষ্ট থাকলে সাহায্য করবেন। আপনি না বললেই নিজে থেকে সেটা করবে ধরে নেবেন না।

সবশেষে, যদি ক্লায়েন্ট আপনার ওপর অসন্তুষ্ট হয়ে আপনার কাছে কাজ করানো বাদ দেন তাহলে;
.          ঠিক কি কারনে তিনি অপছন্দ করেছেন জানার চেষ্টা করুন।

ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজেই ব্যবসা প্রতিস্ঠান। নিশ্চয়ই লক্ষ করেছেন ব্যবসা প্রতিস্ঠানগুলি প্রতি মুহুর্তে আপনার চোখের সামনে বিজ্ঞাপন ঝুলিয়ে রাখে। আপনাকেও প্রতি মুহুর্তে কাজের কথা নিয়ে হাজির থাকতে হয় ক্লায়েন্টের কাছে।
চেষ্টা করে দেখুন। দ্রুতই ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকবে।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment