Sunday, October 23, 2011

ঘোষ্টরাইটার হিসেবে ফ্রিল্যান্সার

যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তারা সাধারনত নানাধরনের কাজ করেন। তার একটি ঘোষ্টরাইটার হিসেবে লেখা।
ঘোষ্টরাইটার বিষয়টি আসলে কি ? বিষয়টি কি নীতিসম্মত ? এধরনের কাজ কি যথেষ্ট পাওয়া যায় ?
এই প্রশ্নগুলির উত্তর দেয়া হচ্ছে এই পোষ্টে।
প্রথম কথা হচ্ছে ঘোষ্ট রাইটার ভূতের গল্প লেখেন না যদিও নামটা তেমনই। কেউ যখন পরের নামে লেখেন তখন তাকে বলা হয় ঘোষ্ট রাইটার।
কেন সেটা প্রয়োজন হয় ?
হয়ত যার লেখা প্রয়োজন তিনি খুব ব্যস্ত, অথবা নিজে কোন বিশেষ বিষয়ে ততটা জানেন না, কিংবা আদৌ লেখক না অথচ লেখা প্রয়োজন। তখন অন্য কাউকে দিয়ে লেখার কাজটি করে নেন। শর্ত হচ্ছে লেখায় মুল লেখকের নাম থাকবে না, থাকবে তার নিজের নাম।
বাস্তবে ঘোষ্টরাইটিং বিষয়টি বহু প্রাচীন। অতীতে বহু খ্যাতনামা লেখকের সম্পর্কে বলা হয় তারা মুল লেখক নন। আর নেতারা যে বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জণ করেছেন সেই বক্তৃতা অন্যের লিখে দেয়া এটা সকলের জানা।
যাই হোক না কেন, ঘোষ্টরাইটারের কাজের পরিধি অনেক বড়। কেউ যখন কয়েক হাজার পোষ্টের ওয়েবসাইট তৈরী করতে চান তখন তাকে ঘোষ্টরাইটার খোজ করতে হয়। কাজের ধরনও ভিন্ন ভিন্ন। একজন ঘোষ্টরাইটারের খোর ধরনের সাথে আরেকজনের কোন মিল নেই।
ঘোষ্টরাইটিং কাজে বেশকিছু সুবিধে আছে। যেমন
.          ভাল ঘোষ্টরাইটার ভাল পারিশ্রমিক পান। যারা লেখায় দক্ষ তারাই এই পেশায় আসেন এবং ভাল পারিশ্রমিকের জন্য মনোযোগ দিয়ে লেখেন।
.          ঘোষ্টরাইটারের কাজের কমতি নেই। বিশেষ করে ওয়েব পেজের জন্য লিখলে সবসময়ই কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সার সাইটে কাজের তালিকা দেখে নিতে পারেন।
.          ঘোষ্টরাইটিং সাময়িক কাজ হলেও অধিকাংশ সময় নিয়মিত কাজে পরিনত হয়।

স্বাভাবিকভাবেই এতে পেশাগত সব বৈশিষ্ট নেই। বেশকিছু বিষয় ঘোষ্টরাইটারের অপছন্দ হতে পারে। এগুলি হচ্ছে;
.          এতে নিজের স্বিকৃতি নেই। যদি প্রশংসা হয়ও সেখানে ঘোষ্টরাইটারের নাম উল্লেখ করা হবে না। এমনকি আপনার কাজের তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করা যাবে না। সবসময় নিজের নাম গোপন রাখতে হবে।
.          অন্যের চাহিদা এবং পছন্দ অনুযায়ী লিখতে হয়। লেখক হিসেবে নিজেরমত করে লেখার সুযোগ থাকে না।  
.          কখনো কখনো ঘোষ্টরাইটিং এর নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সার্বিকভাবে নৈতিকতা নিয়ে ভিন্ন রয়েছে। একজন ব্যক্তি গবেষনা করছেন তার কাজ যদি আপনি করে দেন সেক্ষেত্রে সেটা অবশ্যই নৈতিকতা বিরোধী। বিষয়টা অনেকটাই একজনের পরীক্ষার খাতায় আরেকজন লিখে দেয়ার মত। অধিকাংশ ক্ষেত্র ঘোষ্টরাইটিং একটি স্বিকৃত পদ্ধতি।
আর বর্তমান আউটসোর্সিং এর যুগে এটা বহু ফ্রিল্যান্সারের পেশা।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment