যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তারা সাধারনত নানাধরনের কাজ করেন। তার একটি ঘোষ্টরাইটার হিসেবে লেখা।
ঘোষ্টরাইটার বিষয়টি আসলে কি ? বিষয়টি কি নীতিসম্মত ? এধরনের কাজ কি যথেষ্ট পাওয়া যায় ?
প্রথম কথা হচ্ছে ঘোষ্ট রাইটার ভূতের গল্প লেখেন না যদিও নামটা তেমনই। কেউ যখন পরের নামে লেখেন তখন তাকে বলা হয় ঘোষ্ট রাইটার।
কেন সেটা প্রয়োজন হয় ?
হয়ত যার লেখা প্রয়োজন তিনি খুব ব্যস্ত, অথবা নিজে কোন বিশেষ বিষয়ে ততটা জানেন না, কিংবা আদৌ লেখক না অথচ লেখা প্রয়োজন। তখন অন্য কাউকে দিয়ে লেখার কাজটি করে নেন। শর্ত হচ্ছে লেখায় মুল লেখকের নাম থাকবে না, থাকবে তার নিজের নাম।
বাস্তবে ঘোষ্টরাইটিং বিষয়টি বহু প্রাচীন। অতীতে বহু খ্যাতনামা লেখকের সম্পর্কে বলা হয় তারা মুল লেখক নন। আর নেতারা যে বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জণ করেছেন সেই বক্তৃতা অন্যের লিখে দেয়া এটা সকলের জানা।
যাই হোক না কেন, ঘোষ্টরাইটারের কাজের পরিধি অনেক বড়। কেউ যখন কয়েক হাজার পোষ্টের ওয়েবসাইট তৈরী করতে চান তখন তাকে ঘোষ্টরাইটার খোজ করতে হয়। কাজের ধরনও ভিন্ন ভিন্ন। একজন ঘোষ্টরাইটারের খোর ধরনের সাথে আরেকজনের কোন মিল নেই।
ঘোষ্টরাইটিং কাজে বেশকিছু সুবিধে আছে। যেমন
. ভাল ঘোষ্টরাইটার ভাল পারিশ্রমিক পান। যারা লেখায় দক্ষ তারাই এই পেশায় আসেন এবং ভাল পারিশ্রমিকের জন্য মনোযোগ দিয়ে লেখেন।
. ঘোষ্টরাইটারের কাজের কমতি নেই। বিশেষ করে ওয়েব পেজের জন্য লিখলে সবসময়ই কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সার সাইটে কাজের তালিকা দেখে নিতে পারেন।
. ঘোষ্টরাইটিং সাময়িক কাজ হলেও অধিকাংশ সময় নিয়মিত কাজে পরিনত হয়।
স্বাভাবিকভাবেই এতে পেশাগত সব বৈশিষ্ট নেই। বেশকিছু বিষয় ঘোষ্টরাইটারের অপছন্দ হতে পারে। এগুলি হচ্ছে;
. এতে নিজের স্বিকৃতি নেই। যদি প্রশংসা হয়ও সেখানে ঘোষ্টরাইটারের নাম উল্লেখ করা হবে না। এমনকি আপনার কাজের তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করা যাবে না। সবসময় নিজের নাম গোপন রাখতে হবে।
. অন্যের চাহিদা এবং পছন্দ অনুযায়ী লিখতে হয়। লেখক হিসেবে নিজেরমত করে লেখার সুযোগ থাকে না।
. কখনো কখনো ঘোষ্টরাইটিং এর নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সার্বিকভাবে নৈতিকতা নিয়ে ভিন্ন রয়েছে। একজন ব্যক্তি গবেষনা করছেন তার কাজ যদি আপনি করে দেন সেক্ষেত্রে সেটা অবশ্যই নৈতিকতা বিরোধী। বিষয়টা অনেকটাই একজনের পরীক্ষার খাতায় আরেকজন লিখে দেয়ার মত। অধিকাংশ ক্ষেত্র ঘোষ্টরাইটিং একটি স্বিকৃত পদ্ধতি।
আর বর্তমান আউটসোর্সিং এর যুগে এটা বহু ফ্রিল্যান্সারের পেশা।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
- কিভাবে লেখক হবেন
- ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন
- ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা
No comments:
Post a Comment