ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করার সময় প্রতিনিয়ত আপনাকে নতুন কিছু করে দেখানো প্রয়োজন হয়। লেখক হলে নতুন বিষয় নিয়ে লিখতে হয়। ফ্রিল্যান্সাররা সবসময়ই নতুন আইডিয়ার খোজে থাকেন। এমন কোন যায়গা কি আছে যেখানে নতুন আইডিয়া পাওয়া যায় ? এমন কোন পদ্ধতি যা ব্যবহার করে নতুন নতুন আইডিয়া ব্যবহার করা যায়।
এপ্রশ্নের উত্তরের জন্য জানা প্রয়োজন আসলে নতুন আইডিয়া আসে কোথা থেকে। নতুনভাবে সেদিকে দৃষ্টি দিন, আইডিয়ার অভাব হবে না।
. প্রকৃতি থেকে
মানুষের সমস্ত আইডিয়ার উতস প্রকৃতি। ওয়ার্ডসওয়ার্থ যখন ড্যাফোডিল নামের বিশ্বখ্যাত কবিতা লেখেন তখন একজন তাকে প্রশ্ন করেছিলেন এত ড্যাফোডিল তিনি কোথায় দেখলেন। তিনি তাকে সাথে করে যেখানে নিয়ে গেলেন সেটা একটা শুকনো নর্দমা, সামান্য কয়েকটি ফুলগাছ রয়েছে এখানে-সেখানে।
লেখক, কবি, ডিজাইনার যাই হোন না কেন, প্রকৃতির দিকে ভালভাবে দৃষ্টি দিন। আকাশ, গাছপালা, ফুল-পাখি থেকে নতুন আইডিয়া পাবেন।
মানুষের সমস্ত আইডিয়ার উতস প্রকৃতি। ওয়ার্ডসওয়ার্থ যখন ড্যাফোডিল নামের বিশ্বখ্যাত কবিতা লেখেন তখন একজন তাকে প্রশ্ন করেছিলেন এত ড্যাফোডিল তিনি কোথায় দেখলেন। তিনি তাকে সাথে করে যেখানে নিয়ে গেলেন সেটা একটা শুকনো নর্দমা, সামান্য কয়েকটি ফুলগাছ রয়েছে এখানে-সেখানে।
লেখক, কবি, ডিজাইনার যাই হোন না কেন, প্রকৃতির দিকে ভালভাবে দৃষ্টি দিন। আকাশ, গাছপালা, ফুল-পাখি থেকে নতুন আইডিয়া পাবেন।
. প্রযুক্তি থেকে
প্রযুক্তিকে প্রকৃতির ঠিক বিপরীত হিসেবে কল।পনা করতে পারেন। আপনার সামনে যে যন্ত্র রয়েছে তারদিকে একবার তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি একে নিজের কোন কাজে ঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিংবা কিভাবে একে আরো উন্নত করা যেত। সমস্ত আবিস্কার হয়েছে এধরনের কল্পনা থেকেই।
প্রযুক্তিকে প্রকৃতির ঠিক বিপরীত হিসেবে কল।পনা করতে পারেন। আপনার সামনে যে যন্ত্র রয়েছে তারদিকে একবার তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি একে নিজের কোন কাজে ঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিংবা কিভাবে একে আরো উন্নত করা যেত। সমস্ত আবিস্কার হয়েছে এধরনের কল্পনা থেকেই।
. প্রতিদিনের ঘটনা থেকে
আপনার চারিদিকে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কি আপনি মনোযোগ দিয়ে দেখেন। একজন ব্যক্তি কিভাবে হেটে যাচ্ছে, কি পোষাক পড়েছে তা থেকে নতুন আইডিয়া পেতে পারেন।
আপনার চারিদিকে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কি আপনি মনোযোগ দিয়ে দেখেন। একজন ব্যক্তি কিভাবে হেটে যাচ্ছে, কি পোষাক পড়েছে তা থেকে নতুন আইডিয়া পেতে পারেন।
. সঙ্গিত থেকে
বলা হয় ফ্রিল্যান্সাররা সঙ্গিত বেশি পছন্দ করেন। পছন্দের গান শোনার সময় মনের মধ্যে কাল্পনিক দৃশ্য তৈরী করেন। সেখান থেকে নতুন আইডিয়া পেতে পারেন।
বলা হয় ফ্রিল্যান্সাররা সঙ্গিত বেশি পছন্দ করেন। পছন্দের গান শোনার সময় মনের মধ্যে কাল্পনিক দৃশ্য তৈরী করেন। সেখান থেকে নতুন আইডিয়া পেতে পারেন।
. বই-পত্রপত্রিকা থেকে
কোন গল্পের বই, সংবাদপত্রের হেডিং কিংবা বিজ্ঞাপন, পত্রিকার কোন ফিচার থেকে অনায়াসে পেতে পারেন নতুন কোন বিষয়। একই কথা টিভি প্রোগ্রামের ক্ষেত্রেও। কোন ডকুমেন্টারী দেখতে দেখতে নতুন একটি বিষয় দানা বেধে উঠতে পারে আপনার মনে।
কোন গল্পের বই, সংবাদপত্রের হেডিং কিংবা বিজ্ঞাপন, পত্রিকার কোন ফিচার থেকে অনায়াসে পেতে পারেন নতুন কোন বিষয়। একই কথা টিভি প্রোগ্রামের ক্ষেত্রেও। কোন ডকুমেন্টারী দেখতে দেখতে নতুন একটি বিষয় দানা বেধে উঠতে পারে আপনার মনে।
. ব্লগ এবং ওয়েবসাইট
বিশ্বে ব্লগের সংখ্যা কয়েক কোটি। এই বিশাল জগতে নানা বিচিত্র বিষয়, বিচিত্র দৃষ্টিভঙ্গি থাকবে এটাই স্বাভাবিক। কোন কোন সাইট বিশেষ করে এই বিষয় নিয়েই ভিন্ন দৃষ্টিকোন থেকে বিষয়কে উপস্থাপন করে। সেখান থেকে অনায়াসে আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন।
বিশ্বে ব্লগের সংখ্যা কয়েক কোটি। এই বিশাল জগতে নানা বিচিত্র বিষয়, বিচিত্র দৃষ্টিভঙ্গি থাকবে এটাই স্বাভাবিক। কোন কোন সাইট বিশেষ করে এই বিষয় নিয়েই ভিন্ন দৃষ্টিকোন থেকে বিষয়কে উপস্থাপন করে। সেখান থেকে অনায়াসে আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন।
এখানে উল্লেখ করা বিষয়গুলি লক্ষ্য করলে একটা মিল পাওয়া যাবে। আইডিয়া খোজার মানষিকতা। আপনি প্রতি মুহুর্তে যখন নতুন কিছু খোজ করছেন তখন সামনে যাকিছু আছে সেখান থেকেই নতুন কিছু পেতে পারেন। এই মানষিকতা এবং দৃষ্টিভঙ্গির কারনেই কেউ ক্রিয়েটিভ হন, কেউ হন না।
আশার কথা হচ্ছে, ইচ্ছে করলে এই বিশেষ বৈশিষ্ট বাড়ানো যায়। আজই শুরু করুন না কেন!
আপনার ভিন্নমত থাকলে জানাতে পারেন মন্তব্য লিখে।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
- কিভাবে লেখক হবেন
- ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন
- ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা
No comments:
Post a Comment