ইলাষ্ট্রেটরে কাজ করার সময় অনেক সময় অত্যন্ত জটিল ড্রইং নিয়ে কাজ করতে হয়। হয়ত অন্য কোন উতস থেকে পাওয়া কিংবা বিটম্যাপ ট্রেস করে নেয়া। জটিল বলতে সেখানে এ্যাংকর পয়েন্ট অত্যন্ত বেশি থাকা বুঝানো হচ্ছে। এরফলে প্রসেস করতে যেমন সময় বেশি নেয়, ফাইল বড় হয় তেমনি এডিট করার কাজটিও দুরুহ হয়ে ওঠে।
সিম্পলিফাই ফিচার ব্যবহার করে কোন ড্রইং এর এ্যাংকর পয়েন্ট এর সংখ্যা কমিয়ে এনে কাজ সহজ করতে পারেন। মুল সেপ মোটামুটি একই থাকবে অথচ এডিট করার যায়গা কমে যাবে। এই উদাহরনে যেমন প্রায় ১৩ হাজার পয়েন্টকে কমিয়ে ৯২৪ পয়েন্ট আনা হয়েছে।
. যে সেপ বা অবজেক্টকে সরল করতে চান সেটা সিলেক্ট করুন।
. মেনু থেকে Object – Path - Sinplify কমান্ড দিন।
. প্রিভিউ অপশন অন করুন। আগে কতগুলি পয়েন্ট কতগুলি ছিল এবং পরিবর্তিত পয়েন্ট কতগুলি হবে সেটা জানা যাবে।
. Show Original অন করুন। মুল সেপ এবং পরিবর্তিত সেপ দেখা যাবে। সাধারনভাবে ডিফল্ট সিম্পলিফাই কমান্ডে মুল সেপের পরিবর্তন হতে পারে। Curve Precision অংশ থেকে স্লাইডারকে মোটামুটি ৯৫-৯৭% এ নিয়ে যান।
. সবশেষে ওকে বাটনে ক্লিক করুন। নতুন পয়েন্ট বিশিষ্ট সেপ পাওয়া যাবে।
ইলাষ্ট্রেটর সেপ-ফিল সহ সমস্তকিছু পরিবর্তণ করে গানিতিক হিসেবে। ফলে ইফেক্ট ব্যবহারের জন্য অত্যন্ত শক্তিশালি কম্পিউটার প্রয়োজন হয়। থ্রিডি সহ অন্যান্য স্পেশাল ইফেক্ট ব্যবহারের আগে সেপকে যতটা সম্ভব সরল করে নিন। এছাড়া ইলাষ্ট্রেটর ড্রইংকে থ্রিডি মডেলিংক কাজে ব্যবহারের আগে যতটা সম্ভব সরল করে নিন।
ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল
ফটোশপ টিউটোরিয়াল
- ফটোশপ কেন ব্যবহার করবেন
- বিটম্যাপ বনাম ভেক্টর
- ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
- ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
- ফটোশপ এডভান্সড সিলেকশন
- ফটোগ্রাফির জন্য ফটোশপ
- পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
- ফটোশপে টেক্সট ব্যবহার
- লাইটিং ইফেক্ট
- লেয়ার ব্যবহার
- রং পরিবর্তন করা
- ছবি থেকে কিছু বাদ দেয়া
- ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
- টাক মাথায় চুল গজানো
- ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
- ছবির ফ্রেম তৈরী
- ট্রান্সফরম
- ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
- ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
- হিষ্টোরী ব্যবহার
- একশন ব্যবহার
- পাথ ব্যবহার
- ফটোশপে ভিডিও ব্যবহার
- ফটোশপে টেক্সট ইফেক্ট
- ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
- টেক্সট কাটআউট ইফেক্ট
- পাথ টেক্সট এবং সেপ
- লিকুইডিফাই ইফেক্ট
- ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
- এডবি ব্রিজ ব্যবহার
- ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
- থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
- ফটোশপ পেইন্টিং
- ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
- ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ ব্যাচ প্রসেসিং
- চোখের রং পরিবর্তন
- এক ছবির অংশে আরেক ছবি ব্যবহার
গ্রাফিক ডিজাইন
ফটোগ্রাফি টিউটোরিয়াল
- ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দিন সেরিফ ফটোপ্লাসে
- থ্রিডি টেক্সট এর জন্য কুল থ্রিডি
- ভাল লোগো তৈরীর নিয়ম
- কোরেল পেইন্টার কেন ব্যবহার করবেন
ফটোগ্রাফি টিউটোরিয়াল
- ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি
- ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন
- কখন কোন মোডে ছবি উঠাবেন
- সঠিক এক্সপোজার ব্যবহার
- ট্রাইপড কেন ব্যবহার করবেন
- ফ্লাশ কখন ব্যবহার করবেন না
- ডেপথ অব ফিল্ড ব্যবহার
- জেপেগ বনাম র মোড
- প্যানোরমা ছবি উঠানোর নিয়ম
- পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম
- ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স
- ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন
- সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স
- মুভমেন্ট ফটোগ্রাফি
- ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি
- ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম
- ফটোগ্রাফি থেকে আয়
- ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম
- ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড
- ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার
- ডিজিটাল ক্যামেরার ফার্মঅয়্যার আপগ্রেড করা
- ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার
- এইচডিআর ফটোগ্রাফি
- ক্লোজআপ ফটোগ্রাফি
ইন্টারনেট থেকে টাকা আয়ের আরো কিছু তথ্য আপনি এখান থেকে পেতে পারবেন:
ReplyDeletewww.allsforu.blogspot.com