কম্পিউটারের যে কোন প্রোগ্রাম শেখার সময় সেই সফটঅয়্যারের কাজ করার পদ্ধতি শিখবেন সেটাই নিয়ম। গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ-ইলাষ্ট্রেটরেও ব্যতিক্রম নেই। কোন কাজ কিভাবে করে সেটা শিখবেন এবং নিজে প্রাকটিস করবেন।
গ্রাফিক ডিজাইন এর সাথে সৃষ্টিশীলতা জড়িত। সেইসাথে যখন টাকার বিনিময়ে কাজ করার বিষয় থাকে তখন যার কাজ তার পছন্দ অত্যন্ত গুরুত্বপুর্ন। কাজ পছন্দ হলে তবেই তিনি অর্থ দেবেন। কাজেই আপনার লক্ষ্য একদিকে ক্লায়েন্টকে খুশি রাখা অন্যদিকে সৃষ্টিশীল কাজ করে প্রশংসা পাওয়া।
নিজে প্রাকটিস করে সত্যিকার দক্ষতা অর্জন করা কঠিন। কাজ করার সময় আপনি হাতের কাছে যে ছবি বা ডিজাইন আছে সেটা ব্যবহার করবেন, বিশেষ উদ্দেশ্য ছাড়াই কিছু করতে চেষ্টা করবেন। সঠিক ফল পেয়েছেন কি-না যাচাই করার সুযোগ নেই। অথচ অল্প কিছু পদ্ধতিতে আপনি সেটা করতে পারেন।
. স্থানীয় কারো কাজ করে দিন
আপনার পরিচিত কারো কি গ্রাফিক ডিজাইন কাজ প্রয়োজন ? কিংবা কারো উঠানো ছবিগুলি পোষ্ট-প্রসেসিং করা প্রয়োজন। খোজ করে এধরনের কাজ বের করুন এবং সেগুলি করুন। যার কাজ তিনি আপনাকে বলে দেবেন কাজটি ঠিকমত হয়েছে কি-না, আর কি করা প্রয়োজন। হয়ত দেখা যাবে আপনার এমন কিছু জানা প্রয়োজন যা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। সাথেসাথে সেটা শিখে নিন।
আপনার পরিচিত কারো কি গ্রাফিক ডিজাইন কাজ প্রয়োজন ? কিংবা কারো উঠানো ছবিগুলি পোষ্ট-প্রসেসিং করা প্রয়োজন। খোজ করে এধরনের কাজ বের করুন এবং সেগুলি করুন। যার কাজ তিনি আপনাকে বলে দেবেন কাজটি ঠিকমত হয়েছে কি-না, আর কি করা প্রয়োজন। হয়ত দেখা যাবে আপনার এমন কিছু জানা প্রয়োজন যা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। সাথেসাথে সেটা শিখে নিন।
. অনলাইন প্রতিযোগিতায় অংশ নিন
freelancer, scriptlance, thePerfectDesign ইত্যাদি সাইটে প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক ডিজাইন কাজ করানো হয়। এর সুবিধে হচ্ছে অন্যান্য কাজের মত বিড করতে হয় না। তাদের বর্ননা দেখে কাজ করে জমা দিতে পারেন।
যারা নিয়মিত একাজ করেন তারা বহু বছর ধরে পেশাদার কাজ করছেন এটা ধরে নেয়াই ভাল। তাদের সাথে প্রতিযোগিতায় আপনি হয়ত পুরস্কার পাবেন না। কিন্তু আপনার লক্ষ্য যেখানে দক্ষতা বাড়ানো সেখানে এধরনের প্রতিযোগিতা খুব কার্যকর।
কাজের বর্ননা ভালভাবে পড়ে বোঝার চেষ্টা করুন তিনি ঠিক কি চেয়েছেন। অন্য যারা কাজ জমা দিয়েছেন তাদের কাজ দেখে বোঝার চেষ্টা করুন তারা কিভাবে তাকে কাজে পরিনত করছে। পুরস্কার পাওয়া ডিজাইন দেখে জানতে চেষ্টা করুন আপনার কাজে কোথায় ঘাটতি আছে। সেটা পুরন করুন।
freelancer, scriptlance, thePerfectDesign ইত্যাদি সাইটে প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক ডিজাইন কাজ করানো হয়। এর সুবিধে হচ্ছে অন্যান্য কাজের মত বিড করতে হয় না। তাদের বর্ননা দেখে কাজ করে জমা দিতে পারেন।
যারা নিয়মিত একাজ করেন তারা বহু বছর ধরে পেশাদার কাজ করছেন এটা ধরে নেয়াই ভাল। তাদের সাথে প্রতিযোগিতায় আপনি হয়ত পুরস্কার পাবেন না। কিন্তু আপনার লক্ষ্য যেখানে দক্ষতা বাড়ানো সেখানে এধরনের প্রতিযোগিতা খুব কার্যকর।
কাজের বর্ননা ভালভাবে পড়ে বোঝার চেষ্টা করুন তিনি ঠিক কি চেয়েছেন। অন্য যারা কাজ জমা দিয়েছেন তাদের কাজ দেখে বোঝার চেষ্টা করুন তারা কিভাবে তাকে কাজে পরিনত করছে। পুরস্কার পাওয়া ডিজাইন দেখে জানতে চেষ্টা করুন আপনার কাজে কোথায় ঘাটতি আছে। সেটা পুরন করুন।
. ফ্রিল্যান্সিং কাজের জন্য চেষ্টা শুরু করুন
কোন ফ্রিল্যান্সিং সাইটের সদস্য হয়ে সেখানে সহজ কাজের জন্য বিড শুরু করুন। আবারও, শুরুতেই সফল হবেন এটা ধরে না নেয়াই ভাল। ক্লায়েন্ট কি চান সেটা বোঝা, আপনি তাকে কাজে পরিনত করতে পারেন কি-না যাচাই করাই আপনার উদ্দেশ্য। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি এই নিয়মে নিজের ব্যর্থতাগুলি খুজে বের করুন। কয়েকমাসের মধ্যেই একদিকে গ্রাফিক ডিজাইনে যেমন দক্ষতা অর্জন করবেন অন্যদিকে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা লাভ করে ফ্রিল্যান্সিং কাজের দিকে আরেকধাপ এগিয়ে যাবেন।
কোন ফ্রিল্যান্সিং সাইটের সদস্য হয়ে সেখানে সহজ কাজের জন্য বিড শুরু করুন। আবারও, শুরুতেই সফল হবেন এটা ধরে না নেয়াই ভাল। ক্লায়েন্ট কি চান সেটা বোঝা, আপনি তাকে কাজে পরিনত করতে পারেন কি-না যাচাই করাই আপনার উদ্দেশ্য। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি এই নিয়মে নিজের ব্যর্থতাগুলি খুজে বের করুন। কয়েকমাসের মধ্যেই একদিকে গ্রাফিক ডিজাইনে যেমন দক্ষতা অর্জন করবেন অন্যদিকে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা লাভ করে ফ্রিল্যান্সিং কাজের দিকে আরেকধাপ এগিয়ে যাবেন।
. অন্যকে শেখান
আপনার পরিচিত কেউ কি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহি। তাকে শেখাতে শুরু করুন। কোন বিষয় যদি আপনার বাদ পড়ে থাকে সেটা সহজে ধরা যাবে। সেইসাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারনে দক্ষতা বাড়বে খুব দ্রুত।
আপনার পরিচিত কেউ কি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহি। তাকে শেখাতে শুরু করুন। কোন বিষয় যদি আপনার বাদ পড়ে থাকে সেটা সহজে ধরা যাবে। সেইসাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারনে দক্ষতা বাড়বে খুব দ্রুত।
ক্লায়েন্টে কাজ করার সময় কিছু বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন। আপনি কাজটি ঠিকভাবে সময়মত করে দিতে পারবেন এটা নিশ্চিত না হয়ে কাজ শুরু না করাই ভাল। আপনাকে কাজ দিয়ে কেউ বিপদে পড়ুক সেটা নিশ্চয়ই আপনি চানন না। সেটা দুজনের জন্যই ক্ষতিকর।
ক্লায়েন্ট কি চান সেটা ভালভাবে বুঝুন। উদাহরন হিসেবে, তিনি যদি ইলাষ্ট্রেটর কিংবা ফ্লাশ ফরম্যাট চান এবং আপনার শুধুমাত্র ফটোশপ জানা থাকে তাহলে আপনি সেকাজ করতে পারেন না। বরং এমন কাজ বেছে নিন যা ফটোশপে করা যায়।
ফটোশপ টিউটোরিয়াল
- ফটোশপ কেন ব্যবহার করবেন
- বিটম্যাপ বনাম ভেক্টর
- ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
- ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
- ফটোশপ এডভান্সড সিলেকশন
- ফটোগ্রাফির জন্য ফটোশপ
- পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
- ফটোশপে টেক্সট ব্যবহার
- লাইটিং ইফেক্ট
- লেয়ার ব্যবহার
- রং পরিবর্তন করা
- ছবি থেকে কিছু বাদ দেয়া
- ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
- টাক মাথায় চুল গজানো
- ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
- ছবির ফ্রেম তৈরী
- ট্রান্সফরম
- ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
- ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
- হিষ্টোরী ব্যবহার
- একশন ব্যবহার
- পাথ ব্যবহার
- ফটোশপে ভিডিও ব্যবহার
- ফটোশপে টেক্সট ইফেক্ট
- ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
- টেক্সট কাটআউট ইফেক্ট
- পাথ টেক্সট এবং সেপ
- লিকুইডিফাই ইফেক্ট
- ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
- এডবি ব্রিজ ব্যবহার
- ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
- থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
- ফটোশপ পেইন্টিং
- ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
- ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ ব্যাচ প্রসেসিং
- চোখের রং পরিবর্তন
- এক ছবির অংশে আরেক ছবি ব্যবহার
- ফটোশপে থ্রিডি ব্যবহার
- ফটোশপে এনিমেশন এবং ভিডিও
- ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দিতে ফ্লুইড মাস্ক
- এডবি ইলাষ্ট্রেটর দিয়ে কি কাজ করা হয়
- ইলাষ্ট্রেটর এর সাধারন কাজ
- সেপের নানারকম ব্যবহার
- সেপ থেকে ড্রইং
- ওপেন পাথ ব্যবহার
- পেন টুল ব্যবহার
- ইলাষ্ট্রেটরে টেক্সট ব্যবহার
- রং ব্যবহার
- গ্রেডিয়েন্ট ফিল ব্যবহার
- ইলাষ্ট্রেটরে থ্রিডি ব্যবহার
- ইলাষ্ট্রেটরে লোগো ডিজাইন - টেক্সট ব্যবহার
- বিটম্যাপ থেকে ভেক্টর তৈরী
- ইলাষ্ট্রেটর লিকুইফাই ইফেক্ট
- ইলাষ্ট্রেটর সেপ বিল্ডার
- ইলাষ্ট্রেটরের ৮টি প্লাগইন
- ইলাষ্ট্রেটরে মাস্ক ব্যবহার
- ইলাষ্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটের আউটপুট
- ইলাষ্ট্রেটরে সিম্বল ব্যবহার
- থ্রিডি ষ্টুডিও ম্যাক্স থেকে থ্রিডিকে ইলাষ্ট্রেটরে ব্যবহার
- ইলাষ্ট্রেটর ড্রইং সরল করার জন্য সিম্পলিফাই
- ফটোশপের ভেক্টর পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার
No comments:
Post a Comment