Wednesday, March 21, 2012

ফ্রিল্যান্সার কখন বিড করবেন না

ফ্রিল্যান্সার হিসেবে যে কাজই করুন না কেন, আপনাকে বিড করতে হয়। কাজ পর্যালোচনা করে নিজের দক্ষতা তুলে ধরতে হয় সেইসাথে কত টাকায়, কত সময়ে কাজটি করে দেবেন সেটা জানাতে হয়। সেগুলি বিবেচনা করে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবেন।
স্বাভবিকভাবে মনে হতে পারে আপনি যত বেশি কাজের জন্য বিড করবেন কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। বাস্তবে বিষয়টি সেভাবে ঘটে না। ক্লায়েন্ট তার নিজের চাহিদা বুঝে বিডে সাড়া দেন। বিডে সংখ্যা বেশি হলেই তিনি কাজ দেবেন এমনটা ঘটে না।
কিছু বিষয় যাচাই করে আপনি নিজেই ধারনা করতে পারেন কোন কাজে বিড করলে আপনার সেই কাজ পাওয়ার সম্ভাবনা আছে। যদি সম্ভাবনা কম থাকে তাহলে সেকাজের জন্য বিড না করাই ভাল। আপনি কতবার বিড করেছেন এবং তার ফল কি হয়েছে সেগুলি আপনার প্রোফাইলে জমা হয়। কাজেই সেখান থেকেও এর মাধ্যমে আপনাকে যাচাই করা হতে পারে।
.          কাজ ভালভাবে না বুঝে বিড করবেন না। কাজের প্রতিটি বিষয় নিশ্চিতভাবে বুঝে ক্লায়েন্ট কি চান জানার পর বিড করুন। অবশ্য কোন প্রশ্ন থাকলে সেটা করে উত্তর থেকে নিশ্চিত হতে পারেন।
.          একই ধরনের কাজ আগে করেছেন সেই অভিজ্ঞতার ওপর নির্ভর করে বিড করবেন না। প্রতিটি কাজ ভিন্ন, ক্লায়েন্টের চাহিদা ভিন্ন। অনেক উদাহরন পাবেন যেখানে ক্লায়েন্ট একবার কাজ করানোর পর আবারও সেকাজ করাতে চান। ঠিক কি কারনে সেটা করাচ্ছেন জানুন।
.          সকলের আগে বিড করবেন না। অন্তত নতুন অবস্থায়। অন্যরা বিড করা পর্যন্ত অপেক্ষা করুন, তাদের বিডগুলি দেখুন, তার ওপর ভিত্তি করে বিড করুন।
.          অধিক ভিড়ের মধ্যে যাবেন না। সাধারনত কোন কাজে বেশি টাকার বিষয় থাকলে সেখানে বেশি মানুষ বিড করে। স্বাভাবিকভাবেই সেখানে বেশি দক্ষতার ফ্রিল্যান্সারের সাথে প্রতিযোগিতা করতে হবে। বরং এমন কাজ খোজ করুন যেখানে প্রতিযোগি কম, সেখানে তুলনামুলক সহজে কাজ পাবেন।
.          অল্প সময়ের কাজে বিড করবেন না। আপনার দিক থেকে হয়ত সময়ের হিসেবে গড়মিল হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বহু কারনে সময়মত কাজ করা সম্ভব নাও হতে পারে। এমনকি বিদ্যুত বা ইন্টারনেটের সমস্যার মত কারনেই। যথেষ্ট পরিমান সময় থাকলে তবেই বিড করুন।
.          অতিরিক্ত কাজের জন্য বিড করবেন না। আপনার হাতে যদি অন্য কাজ থাকে সেটা শেষ না করে অন্য কাজ হাতে না নেয়াই ভাল।
.          সবচেয়ে কম বিড করবেন না। অনেকে কাজ পাওয়ার জন্য দাম কমানোকে গুরুত্বপুর্ন মনে করতে পারেন। ক্লায়েন্ট সাধারনত সবচেয়ে কম টাকায় কাজ করান না, বরং তাকে দুর্বল মনে করেন।
.          নিজের  দক্ষতার চেয়ে বেশি কাজের জন্য বিড করবেন না। অনেক কাজেই দক্ষতা যাচাইয়ের কাজ কঠিন। তবুও, যিনি ১০ বছর  কিংবা বেশি সময় ধরে কাজ করছেন তারসাথে ২/১ বছরের অভিজ্ঞতা নিয়ে প্রতিযোগিতা করা কঠিন। অভিজ্ঞতাকে দক্ষতার একটি বড় অংশ মনে করুন।

কথাগুলি যত সহজে বলা হল বাস্তবে প্রয়োগ করা ততটা সহজ না নিশ্চয়ই। বরং বিষয়টি এভাবে দেখা যেতে পারে, আপনি একমাসে কতগুলি বিড করেছেন, তাদের কোনটির ফল কি হয়েছে এধরনের মাসিক হিসেব রাখুন। এথেকে অনায়াসে বের করতে পারবেন আপনার সাফল্য কিভাবে আসতে পারে।
কোন কোন প্রতিস্ঠানের নিয়মের বাইরে হলেও আরেকটি পন্থা অবলম্বন করতে পারেন। একাধিক একাউন্ট ব্যবহার করে কাজকেও সেভাবে ভাগ করে বিড করা। ভিন্ন ভিন্ন একাউন্টের হিসেব ভিন্নভিন্ন ভাবে রাখলে একসময় ধারনা হবে আপনার সফলতা কোন পথে।


ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment