Thursday, January 12, 2012

আপনি কখন ইন্টারনেটে আয় করতে পারেন না

ইন্টারনেটে কতভাবে আয় করা যায়, কোনভাবে আয়ের পরিমান কত হতে পারে, পদ্ধতি কি ইত্যাদি বিষয় নিয়ে অনেকগুলি লেখা রয়েছে বাংলা টিউটর সাইটে। সেইসাথে কি কি কারনে কোথায় আয় করা যায় না এসব তথ্যও রয়েছে। যারা ইন্টারনেটে আয়ের বিভিন্ন পথ খোজ করেন তাদের সুবিধার্থে কখন আয় করা যায় না এধরনের কিছু তথ্য এখানে তুলে ধরা হচ্ছে। কোন পদ্ধতি ব্যবহারের আগে এই বিষয়গুলি নিশ্চিত হয়ে নেয়া ভাল।


.          বাংলাদেশ থেকে পেপল ব্যবহার করা যায় না। কাজেই যারা শুধুমাত্র পেপল এর মাধ্যমে টাকা দেয় তাদের কাছে আয়ের আশা করবেন না। অনেকে পেপলের সাইটে বাংলাদেশের নাম না দেখে অন্য দেশের নামে একাউন্ট করেন। এভাবে আপনার নামে টাকা জমা হবে কিন্তু টাকা হাতে পাবেন না।
.          গুগল বাংলা ওয়েবসাইটের জন্য এডসেন্স ব্যবহারের সুযোগ দেয় না। কাজেই এডসেন্স ব্যবহার যদি লক্ষ হয় তাহলে বাংলা ওয়েবসাইটে সময় ব্যয় করবেন না।
.          এডসেন্স এর বিকল্প কিছু বিজ্ঞাপন নেটওয়ার্ক রয়েছে (যেমন adhitz)। বাংলাদেশ থেকে তাদের সদস্য হওয়া যায় না।
.          এফিলিয়েট মার্কেটিং এর জন্য অত্যন্ত জনপ্রিয় clickbank. বাংলাদেশ থেকে তাদের সদস্য হওয়া যায় না।
.          অত্যন্ত জনপ্রিয় কিছু এফিলেয়েট মার্কেটিং নেটওয়ার্কে নিজস্ব ডোমেন সহ ওয়েবসাইট থাকতে হয়। ব্লগার (ব্লগষ্পট) এর মত বিনামুল্যের ব্লগ থেকে  সেগুলি ব্যবহারের সুযোগ পাবেন না।
.          বাংলাদেশে অনলাইন কেনাকাটার প্রচলন নেই। কাজেই বাস্তবে বাংলা ওয়েবসাইটে কিছু রেখে বিক্রির চেষ্টা করলে আয়ের সম্ভাবনা খুবই কম।
.          কোন কোন ফ্রিল্যান্সিং কাজের জন্যও বাংলাদেশ থেকে বিড করা যাবে না বলে উল্লেখ করা হয়।
.          ধীরগতির ইন্টারনেট আপনার জন্য বড় ধরনের বাধা হয়ে দাড়াতে পারে।

হয়ত লক্ষ করেছেন সবগুলি কারনের সাথে বাংলাদেশের সরকারী সিদ্ধান্ত জড়িত। যে কোন কারনেই হোক পেপল ব্যবহার, অনলাইনে লেনদেন চালুর সুযোগ না রাখা ইত্যাদি কারনে আপনার ইন্টারনেটে আয় বাধাগ্রস্থ হচ্ছে। আরো ভয়ংকর দিক হচ্ছে বাংলাদেশের জন্য নিষিদ্ধ সাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কাজেই অনলাইনে আয়ের জন্য নিজেকে প্রস্তুত করাই যথেষ্ট না, যতক্ষন না দেশ আপনার জন্য পথ খোলা রাখে। সেদিকেও আপনার দৃষ্টি রাখা প্রয়োজন।
বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় কিনা, বাংলা ভাষার সাইটের জন্য উপযোগি কিনা, বিনামুল্যের সাইটের জন্য উপযোগি কিনা, টাকা দেয়ার পদ্ধতি কি ইত্যাদি বিষয়ে খোজ নিয়ে তবেই আয়ের জন্য চেষ্টা করুন।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

No comments:

Post a Comment