Thursday, November 10, 2011

SEO : সার্চ ইঞ্জিন থেকে ভাল ফল পেতে সাইটকে নতুনভাবে সাজান

আপনার ওয়েবসাইট দেখতে কেমন তার ওপর নির্ভর করে সাইটের সফলতা। একে অনেকটা বিজনেস কার্ডের সাথে তুলনা করতে পারেন। কেউ যখন আপনার সাইটে আসেন তিনি একনজর দেখে ঠিক করেন সেখানে সময় কাটাবেন নাকি অন্য সাইটে যাবেন। দ্রুত বেরিয়ে গেলে সেটা হিসেব হবে বাউন্স হিসেবে। এরফলে সার্চ ইঞ্জিনের র‌্যাংকিং এ পিছিয়ে পড়বেন। আর যত বেশি সময় কাটাবেন সেটা যোগ হবে ভিজিটরের সময়ের সাথে, সেটা ভাল দিক।
ভাল ওয়েবসাইটের সাধারন বৈশিষ্ট, সেটা খুব দ্রুত ওপেন হয়, বিষয়গুলি সাজানো, পছন্দের বিষয় সহজে খূজে বের করা যায়। সাইট তৈরীর সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে দৃষ্টি দিয়ে তৈরী করবেন। তারপরও ক্রমাগত সাইটে পরিবর্তণ আনা প্রয়োজন হয়।
আপনি নিশ্চয়ই কিছুদিন পরপর থিম পরিবর্তণ করবেন না কিংবা বড় ধরনের পরিবর্তণ আনবেন না। বরং এধরনের কিছু করার আগে ভিজিটরদের জানিয়ে করাই ভাল। কিন্তু ছোট পরিবর্তনগুলি নিয়মিত করা জরুরী। গুগলের লোগোর দিকে লক্ষ্য করুন। নিয়মিতভাবে তারা বিভিন্ন সময়ের বা বিষয়ের সাথে মিল রেখে লোগো পরিবর্তণ করে। আপনি শীতকালের বিষয় গরমকালে সাইটে ব্যবহার করলে সেটা বেমানান বলেই মনে হবে। বিশেষ করে এরসাথে যদি সরাসরি ব্যবসার সম্পর্ক থাকে।
ডিজাইন শব্দটি ব্যবহার করা হচ্ছে বলে ধরে নেবেন না তাকে কত সুন্দর করা যাবে তার ওপর সফলতা নির্ভর করে। ওয়েব সাইটের মুল বিষয় সেখানকার কন্টেন্ট। টেক্সট, ছবি বা ভিডিও যাই হোক না কেন, সেটা আকর্ষনীয় রাখা সবচেয়ে জরুরী। তারসাথে মিল রেখে বাকি ডিজাইন।
বড় ধরনের পরিবতর্ন যদি করতে হয় তাহলে সময় নিয়ে ধাপে ধাপে করাই ভাল। হঠাত করে পরিবর্তন করলে নিয়মিত ভিজিটর অনেকসময় ধরে নেন তিনি ভুল সাইটে ঢুকেছেন। একটু একটু করে পরিবর্তন করে এই সমস্যা এড়াতে পারেন।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

2 comments:

  1. hmm, acha joomla ki soyongsompurno. Mame joomla die ki siter sob kaj kora jai? Ekta chomotkar siter ja lage sob ki joomla te ache?

    ReplyDelete
  2. জুমলা অত্যন্ত উচুমানের কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটঅয়্যার। ওয়ার্ডপ্রেস থেকে এর পার্থক্য হচ্ছে বিনামু্যেল ডোমেন-হেষ্টিং ব্যবহার করা যায় না (সফটঅয়্যার বিনামুল্যের) এবং ব্যবহার তুলনামুলক কঠিন। এই সাইটে কিছু টিউটোরিয়াল আছে জুমলার।

    ReplyDelete